logo

জল যন্ত্রণা , একটু বৃষ্টিতেই নাজেহাল শান্তিপুরের পথ চলতি মানুষ।

শান্তিপুর, নদীয়া:- এ যেন শাঁখের করাত, রোদ না বৃষ্টি? এই দুইয়ের যাঁতাকলে পড়ে বিভ্রান্ত শান্তিপুর সহ ফুলিয়াবাসী। একদিকে যখন প্রচন্ড তাপপ্রবাহ এর হাত থেকে রেহাই পেতে বৃষ্টির জন্য অপেক্ষা করছিল সাধারণ মানুষ, তখন বৃষ্টি হওয়ার পর এবার বৃষ্টির জমা জলে নাকাল অবস্থা শান্তিপুর ও ফুলিয়া এলাকার মানুষের। সূত্রের খবর, 12 নম্বর জাতীয় সড়ক থেকে ফুলিয়া টাউনে ঢোকার জন্য এবং শান্তিপুর আসার জন্য সার্ভিস রোড থেকে ফ্লাই ওভারের নিচ দিয়ে আন্ডারপাস তৈরি করে জাতীয় সড়ক কতৃপক্ষ। অভিযোগ, 12 নং জাতীয় সড়কের ফ্লাইওভারের নীচে ড্রেনের ব্যবস্থা থাকলেও বৃষ্টি হলেই জমছে জল। আর সেই জলের কারণে একদিকে মানুষের যেমন যাতায়াতের অসুবিধা হচ্ছে তেমনই রোজ ঘটছে ছোটখাট দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক কতৃপক্ষের অদূরদর্শীতার কারণেই এই জল যন্ত্রনা। স্থানীয়দের অভিযোগ, এই বিষয় নিয়ে মানুষ নাকাল হলেও তা নিরাময়ে কোনো ভ্রূক্ষেপ নেই কারোর। স্থানীয়দের দাবি অবিলম্বে সঠিক নিকাশি ব্যবস্থা করে জল যন্ত্রনা থেকে শান্তিপুর ও ফুলিয়াবাসীকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিক জাতীয় সড়ক কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

0
1440 views