logo

বরাক ব্যাপী অনলাইন রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গতকাল বিকাল সাত ঘটিকার সময় সমগ্র বরাক ব্যাপী অনলাইন রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য প্রায় জানুয়ারির প্রথম থেকে মার্চের শুরু পর্যন্ত গোটা বরাক উপত্যকা জুড়ে আরম্ভ হয়েছিল বিষয়ভিত্তিক অনলাইন রচনা প্রতিযোগিতা, বরাক উপত্যকার তিনটি জেলা থেকে শতাধিক প্রতিযোগীরা অংশ নিয়েছেন প্রতিযোগিতায়।
প্রতিযোগীরা অপেক্ষায় ছিলেন এই দিনের, কখন বা হবে ফলাফল প্রকাশ, কে উজ্জ্বল করতে পারবে গোটা বরাক উপত্যকার মধ্যে নিজের নাম।
সেই অপেক্ষার সময় শেষ হয়েছে এখন সবাই শান্ত, বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিটা উদ্যোগে সত্যি প্রশংসনীয়,
সামাজিক মাধ্যমে যেভাবে আমরা দেখছি বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কাজকর্ম, মনে হচ্ছে গোটা বরাক উপত্যকায় এরকম আর কোন সামাজিক সংগঠন নেই, কম দিনের মধ্যে মহৎ উদ্যোগ নিয়ে যেভাবে বরাক উপত্যকার মধ্যে বিএসএ এর প্রভাব পড়েছে, অন্য কোন সংগঠন এত সামান্য সময়ে প্রভাব পালাতে দেখিনি, যাই হোক আমরা মূল লক্ষ্যে পৌঁছে যাই।
গতকাল বিকাল সাত ঘটিকার সময় নিলাম বাজারে অনুষ্ঠিত আঞ্চলিক ভিত্তিক একটি অনুষ্ঠানে চেরাগিয়া কওমিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আদিব মুফতি মনজুর হুসাইন আল ক্বাছিমী সাহেবের উপস্থিতিতে গোটা বরাকবভিত্তিক অনলাইন রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করেন বিএসএ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাসিম উদ্দিন।
এতে গোটা বরাক উপত্যকার মধ্যে প্রথম থেকে ১০ নং স্থান পর্যন্ত উক্তীর্ণ প্রতিযোগীদের ফলাফল প্রকাশ করেন।
প্রথম থেকে ১০নং স্থান পর্যন্ত অর্জন করতে সক্ষম হয়েছেন যথাক্রমে।
হাইলাকান্দি জেলার মানওয়ারা বেগম বড়ভুইয়া পিতা জামাল উদ্দিন বড় ভূঁইয়া, করিমগঞ্জ জেলার সাবেহা বেগম জান্নাত পিতা আসাবুদ্দিন,, সালে আহমেদ পিতা ফাহিম উদ্দিন জেলা করিমগঞ্জ,, নাজমিন আক্তার পিতা মোঃ তাজ উদ্দিন জেলা করিমগঞ্জ,, জাহানারা বেগম বড় ভূঁইয়া পিতা নোমান উদ্দিন বড় ভূঁইয়া জেলা হাইলাকান্দি,, উজমা তাবাসসুম চৌধুরী পিতা মৃত মোফাক্ষিরুল ইসলাম চৌধুরী জেলা কাছাড়,, সুমাইয়া ফেরদৌস চৌধুরী পিতা মৃত মুফাক্কিরুল ইসলাম চৌধুরী জেলা কাছাড়,,সঞ্জয় শর্মা পিতা বাপ্পি শর্মা জেলা কাছাড়,, ফাতেহা রৌশন চৌধুরী পিতা শফিকুর রহমান চৌধুরী জেলা কাছাড়,, সবেহা বেগম পিতা আব্দুস সালাম জেলা করিমগঞ্জ,,
উপস্থিত সবাই সকল প্রতিযোগীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান প্রভুর নিকট প্রার্থনা করেছেন,

42
5457 views
1 comment