logo

দীর্ঘ ৪০বছরের ক্ষেত্র গবেষণার ফসল "*অখন্ড নাকাশিপাড়ার ইতিহাস নদিয়ার কালপঞ্জি সহ*" গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান বেথুয়াডহরীতে

বেথুয়াডহরী লাইব্রেরীতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট কবি আনসার উদ্দিন। উপস্থিত পঞ্চায়েত প্রধান। জলভাগ থেকে কীভাবে নাকাশিপাড়ার উত্থান হল? সৃষ্টির কত বছর পর প্রথম জনমানবের পদধূলি পড়লো নাকাশিপাড়ায়? এই অঞ্চলের ইতিহাসে রাজা কিংবা জমিদার কাদের প্রকৃতি কেমন ছিল? তাদের রেখে যাওয়া ভগ্নাবশেষ আজ কোথায়? ইতিহাসের আড়ালে বংশধরদের জীবনের হর্ষ-বিষাদ কীভাবে দেখবো আজ একবিংশ শতাব্দীতে? নাকাশিপাড়ায় সিদ্ধপীঠ আছে নাকি? কতযুগ আগে কারা সাধনা করতেন সেখানে? এখন তা কোনো মন্দির নামে পরিচিত নাকি তা লোকচক্ষুর আড়ালে? সেই সব বিষয় নিয়ে গ্রন্থ প্রকাশ হল।

120
3856 views