logo

বিএসএ সংগঠন এর সংক্ষিপ্ত ইতিহাস

বরাক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সংক্ষিপ্ত পরিচিতি
আপনারা দেখছেন ডিজিটাল লাইভ নিউজ ১৮, এই মুহূর্তে আপনাদের সম্মুখে তুলে ধরছি বিএসএ সংগঠন এর সংক্ষিপ্ত পরিচয়।
আসাম রাজ্যের বরাক উপত্যকার একমাত্র সংগ্রামী ছাত্র সংস্থা বি এস এ নামে পরিচিত, ২০২০ খ্রিস্টাব্দের ১২ আগস্ট তারিখে সংগঠনের শুভ উদ্বোধন হয়।
সংগঠনের কর্মীদের কর্মফলে এত কম সময়ে বরাক উপত্যকার প্রান্তে প্রান্তে বিস্তার লাভ করেছে।
সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সমাজের লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষের হয়ে কাজ করা , দুর্নীতিবিদদের বিরুদ্ধে লড়াই করা এবং সমাজকে দুর্নীতিমুক্ত করা।
সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এখন অবধি আমরা দেখতে পারছি বিভিন্ন জায়গায় সংগঠনের প্রতিনিধিদল উপস্থিত হয়ে সংগ্রাম চালানোর ফলে লাঞ্চিতা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। অনেক অসহায় নাগরিকদের সহায়তা করেছেন।
মূল লক্ষ্যে চলে আসি, সংগঠনের প্রতিষ্ঠাতা কে ? কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন বা কারা।
সর্বপ্রথম কটামনি এলাকার জুবায়ের আহমেদ, কাসিম উদ্দিন, দেলোয়ার হোসাইন, সুফিয়ান আহমেদ, সৌরভ চন্দ্র, এবং মহিবুল্লাহর
প্রচেষ্টায় কটামনি কলেজিয়েট স্কুলে সাধারণ সভা ডেকে এক খসড়া কমিটি গঠন করেন، তিনমাস মেয়াদী খসড়া কমিটিতে সর্বসম্মতিক্রমে সিহাব উদ্দিনকে সভাপতি ও সুফিয়ান আহমেদকে সম্পাদক মনোনীত করা হয়, পরবর্তীতে ফাইনাল কমিটি গঠনে সর্বসম্মতিক্রমে দিলওয়ার হোসাইন কে সভাপতি ও জুবায়ের আহমেদকে সহ সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছিল, এক বৎসর যাবত নতুন কেন্দ্রীয় পুনর্গঠন কমিটিতে শ্রী সৌরভ চন্দ্রকে সভাপতি ও কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা কাসিম উদ্দিনকে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছিল, গত ১২ই ডিসেম্বর তারিখে তিন বৎসর মেয়াদী কেন্দ্রীয় এবং জেলা কমিটির পুনর্গঠনে প্রায় তিন শতাধিক লোকের উপস্থিতিতে সংগঠনের প্রতিষ্ঠাতা জুবায়ের আহমেদকে সভাপতি ও কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা কসিম উদ্দিনকে সম্পাদকের ভার অর্পণ করা হয় , করিমগঞ্জ জেলার সভাপতির দায়িত্বে রাতাবাড়ি জালালাবাদের বিলাল উদ্দিনকে মনোনীত করা হয়েছিল, এবং হাইলাকান্দি জেলার সভাপতির দায়িত্বে গুলশান আহমেদকে মনোনীত করা হয়, কাছাড় জেলার সভাপতি হিসেবে শ্রী সন্তোষ নমঃশূদ্র কে নির্বাচিত করা হয়েছিল।
বর্তমান তাদের নেতৃত্বে সংগঠন চলছে,
ভারত সরকার দ্বারা রেজিস্ট্রেশন করে সমাজে অনেক সুন্দর সুস্থ ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
বরাক উপত্যকার মধ্যে বর্তমানে বিএসএর যেভাবে প্রভাব সুনাম রয়েছে বি এস এ ব্যতীত অন্য কোন সংগঠনের তেমন সুনাম পাওয়া যায়না
করিমগঞ্জ থেকে আবু মোঃ কামিল হুসাইন এর রিপোর্ট ডিজিটাল লাইভ নিউজ ১৮

29
2628 views