logo

চড়ক পূজা ও চড়ক মেলা বসুকাঠি, হাওড়া

চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে প্রতি বছরের মতো এবারও চড়ক পূজার আয়োজন হয়েছিল হাওড়া জিলার অন্তর্গত বসুকাঠি গ্রামে। এই উৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম এক গুরুত্বপূর্ণ লোক উৎসব। পূজার সঙ্গে বিরাট চড়ক মেলার ও আয়োজন হয়েছিল। প্রচুর মানুষের সমাগম ঘটেছিল এই উৎসবে।

156
7025 views