logo

তীব্র গরমের মাঝে ঝড় বৃষ্টি বজ্রপাতে মৃত্যু

রায়গঞ্জ, ১৭মেঃ তীব্র গরমে যখন হাসঁফাসঁ অবস্থা, তখনো হঠাৎ দমকা ঝড় বৃষ্টি বজ্রপাতে কেড়ে নিল তরতাজা ১২ টি প্রাণ। গৌড়বঙ্গের মালদা জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। গোটা মালদা জুড়ে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গেছে, মাণিকচকের ৬৫ বছরের অতনু মন্ডল, ১১বছরের শেখ সাবরুল, ৮ বছরের রানা শেখ। আমবাগানে আম কুড়াতে গিয়ে মৃত্যু হয়। পুরাতন মালদায় মৃতু হয় ৪০বছরের চন্দন সাহাণির। হরিশ্চন্দ্র পুরের ২৪ বছরের নয়ন রায় ও তার স্ত্রী ২০ বছরের প্রিয়াঙ্কা রায়। পাট নিরানির সময় বজ্রপাতে এই মৃত্যু হয়। গাজলের ১৭ বঝরের অসিত সাহার। পুরাতন মালদার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সলর প্রিয়াঙ্কা চৌধুরী জানান,আচমকা এদিন ঝড় বৃষ্টি বজ্রপাতে
এতগুলো মানুষ অকালে প্রাণ হারায়।

0
0 views