logo

বহু লেখালেখি আন্দোলনের ফলে নদীয়া জেলার শিমুরালী ষ্টেশনের প্ল্যাটফর্ম উঁচু হচ্ছে।

নদীয়া জেলার শিমুরালী ষ্টেশন দিয়ে বাংলাদেশসহ পাঁচটি জায়গায় ট্রেন যাতাওয়াত করে প্রায় ষাট সত্তরটি। কিন্তু বহু যাত্রী নামা ওঠা করলেও প্ল্যাটফর্ম উঁচু ছিলনা। বহূ বয়স্ক প্রতিবন্ধী ও অসুস্থ ছাত্রীদের নামা ওঠা অসুবিধা হতো। অনেক যাত্রী নামতে উঠতে গিয়েও আহত হয়েছে। এই নিয়ে বহুবার যাত্রীরা রেল কতৃপক্ষকেও জানিয়ে লাভ হয়নি। এরপর বামপন্থী সংগঠন ডেপুটেশন দেয় ,এরপর নড়েচড়ে বসে রেল ।বর্তমানে গাউন প্ল্যাটফর্ম সমাপ্ত আপে কাজ চলছে।

109
1589 views