logo

প্রবল বন্যার পানিতে ভাসমান অসহায় মানুষের পাশে রয়েছে বিএসএ করিমগঞ্জ জেলা কমিটি

উল্লেখ্য, বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বিশেষ করে করিমগঞ্জ জেলার লংগাই নদীর বেশ কিছু স্থানে বাঁধ ভেঙ্গে মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং লোকজনের কোন সাহায্য নেই। উপত্যকার বিভিন্ন স্থানে বাঁধ ভেঙ্গে অসহায় মানুষদের খুঁজতে বরাকে আসেন বিভাগীয় মন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা। এ সময় জেলা বিএসএ’র নবগঠিত কমিটির কর্মকর্তারা মন্ত্রী হাজরিকার সঙ্গে দেখা করে প্রশংসার সনদসহ একটি স্মারকলিপির মাধ্যমে অসহায় মানুষদের সাহায্য করার জন্য অনুরোধ জানান তিনি, অবিলম্বে ভাঙা বাঁধ মেরামতের দাবি জানান। বিএসএ জেলা কমিটির প্রতিনিধি দলের জেলা সভাপতি হুসেইন আহমেদ ক্ষুব্ধ সুরে বলেন, রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে মানুষকে আশ্বস্ত করতে শিখলেও নির্বাচনের পর তাদের সুখে-দুঃখে মানুষের পাশে পাওয়া যায় না।
অপরদিকে, জেলা সম্পাদক মোঃ জাকারিয়া, জেলা সহ-সম্পাদক মজিবুর রহমান, জেলা সহ-সভাপতি ওহাব উদ্দিন, কায়সার আহমেদ সকলেই প্রতিনিধি দলের মধ্যে অসহায় নাগরিকদের মধ্যে জীবন রক্ষাকারী সামগ্রী বিতরণের জন্য একত্রিত হন। এবং ক্ষতিপূরণ দিয়ে অসহায় নাগরিকদের সাহায্য করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান

190
17199 views