Bengali poem
আলোবরুণ হালদারআষাঢ়ে মেঘের মত আসা যাওয়ার খেলা চলতে থাকে ক্রম বিবর্তনে আলো আরো উজ্জ্বল হয়ে ওঠে।অসীম আলো বিচ্ছুরণের বিচ্ছুরিত এক বিন্দু আলো এসেছিল যে আলো চলার পথে শীতল ছায়ার আকাঙ্ক্ষায়অনেক পথ হেঁটেছিল।দুর্গম পথে চলতে চলতে অঙ্কুরিত চরম আকাঙ্ক্ষা অঙ্কুরে বিনাশকত পূর্ণিমা ঢেকে গেছেঘন কালো অন্ধকারেগাল গঙ্গার ঢেউয়ে ভেঙে গেছে সবুজ মাটি।হৃদয়ের পক্ষ প্রতিপক্ষের অনেক যুদ্ধ অনেক ঘাত প্রতীঘাতে আলোর পথ ঘুরে গেছে উজ্জ্বলতার পথে।নক্ষত্রের মতো সীমাহীন কক্ষপথে একাকী পরিভ্রমণের সম্পদরেখে গেছে এই গ্রহে।সে আলোর উজ্জ্বলতায় সভ্যতার অন্ধকার দূর করে এখনো। ... ... ... ... ...