logo

হরিনঘাটায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে রক্তদান শিবির।

হরিনঘাটায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে রক্তদান শিবির।


প্রদীপ মৈত্র হরিণঘাটা: নদীয়ার হরিণঘাটা থানার কয়লার মোড় নিবাসী ভোলানাথ গুহর উদ্যোগে রক্তদান শিবির। কোনো ক্লাব বা সংস্থা নয় ব্যক্তিগত উদ্যোগে। নিজের পরিবার তথা পাড়া প্রতিবেশী নিয়ে ৬৫ জন রক্তদান করেন, তারমধ্যে ২৮ জন মহিলা রক্তদাতা। ভোলানাথবাবু জানালেন প্রত্যেক বছর মনসা পূজা করছেন। সেই উপলক্ষে এই রক্তদান। আর পুজো ৭১ বছরের। তাই এবারো কল্যানী জে.এন.এম হাসপাতালের তরফ থেকে রক্ত গ্ৰহন করা হয়।

111
935 views