logo

আহলে সুন্নাতের কোন কমিটির উপদেষ্টা পদে নেই, অনুগামীদের জানালেন বাগপুরী

ডিসেম্বর : উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনও কমিটির উপদেষ্টা পদে নেই বলে অনুগামীদের জানালেন আলহাজ শাহসূফী জমিলুন্নবী চৌধুরী (বাগপুরী)। সম্প্রতি লবিবাজের ফলে আহলে সুন্নতের দু’টি কমিটি গঠন হয়। আর গত এক ডিসেম্বর রাতাবাড়িতে গঠিত এক কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শাহসূফী জমিলুননবী চৌধুরী বলে প্রচার করা হয়। এনিয়ে বাগপুরের ‘পীর সাহেবের’ একাংশ অনুগামী ও জামাতের শুভাকাঙ্খীরা সঠিক খবর জানার জন্য বাগপুরের সাহেব বাড়িতে গিয়ে শাহসূফী জমিলুননবী চৌধুরীর সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করেন। এবং একাংশ জানতে চান যে, তিনি সত্যিকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন কী না। তখন শাহসূফী জমিলুন্নবী তাদের জানান, উপদেষ্টা হিসেবে থাকার কথা তিনি নিজেও জানেন না। কেউ থাকে না জানিয়ে তাঁর নাম ব্যবহার করছেন। যেটা এখন তাঁর নজরে দেওয়ার পর তিনি জানতে পেরেছেন।

109
6698 views