logo

AIIMS কর্তৃপক্ষের সরলীকরণের প্রয়াস

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স এর বিশ্বমানের প্রযুক্তি সহ সার্বিক ব্যবস্থাপনা দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গের কল্যাণী শহরের প্রান্ত ভাগে গড়ে ওঠে এই প্রতিষ্ঠানটি ।
পরিষেবা ও প্রযুক্তিগত সুবিধার কারণেই জনমানুষে এর প্রভাব গড়ে ওঠে খুব স্বল্প সময়ের মধ্যেই এবং বিশেষভাবে উল্লেখ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তথা ওপার বাংলাদেশের মানুষও এই পরিষেবা গ্রহণ করেছেন।
প্রাসঙ্গিকভাবেই উন্নত মানের পরিষেবা পাওয়ার উপলব্ধি নিতে নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে একটা জটিলতার সৃষ্টি হয়।
দীর্ঘসূত্রিতার থেকে রক্ষা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই একটি দাবি জনমানুষে গড়ে উঠেছিল যার সরলীকরণ অবশেষে এইমস কর্তৃপক্ষ করলেন, যা সাধুবাদ যোগ্য ।
৩৯ টি বিভাগের মধ্যে দশটি বিভাগের আপাতত সুরাহা করার বন্দোবস্ত করেছেন কর্তৃপক্ষ, আশা করা যায় অদূর ভবিষ্যতে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

150
384 views