logo

বাইরে রাজ্য থেকে এসে দুষ্কৃতীরা এলাকায় দ্বাপিয়ে বেড়াচ্ছে, প্রতিবাদে আন্দোলনে নামল বাংলা পক্ষ।

আজ ১৮.০৩.২০২৫, মঙ্গলবার রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত পাঞ্জাবী মোড় সংলগ্ন আমড়াসোতা ফাঁড়িতে গণবিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ভারপ্রাপ্ত আধিকারিক কর্তার সিং মহাশয়ের হাতে স্মারকলিপি প্রদান করা হল।

নিম্নলিখিত ৪ দফা দাবীতে সোচ্চার হয়ে শান্তিপূর্ণ অহিংস আন্দোলনে সামিল হয় বাংলা পক্ষ

১. সাম্প্রতিক কালে সংগঠিত রাজনৈতিক মদতপুষ্ট বহিরাগতদের হাতে বাঙালী আইনজীবীর নিগ্রহের অবিলম্বে বিচার এবং দুষ্কৃতীদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার।

২. নজরুল, দ্বারকানাথ, শৈলজানন্দ প্রমুখের স্নেহধন্য রানীগঞ্জ, জামুড়িয়া সহ পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চলের শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী অপশক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

৩. এই বাংলার মাটিতে বহিরাগত অপসংস্কৃতি, চটুল যৌনতাপূর্ন কুরুচিকর সংস্কৃতির আমদানী কারকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা।

৪. এই বাংলার সাধারণ মানুষ, মা, বোন এবং সম্পদের ওপর কোনও কুদৃষ্টি বাংলা পক্ষ সহ্য করবে না সে ব্যাপারে স্পষ্ট বার্তা প্রদান করা।

স্মারকলিপি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়, দপ্তর সম্পাদক পলাশ চট্টোপাধ্যায়, জেলা কমিটির সদস্য বাপ্পাদিত্য চক্রবর্তী, সম্পাদক রাজা বন্দ্যোপাধ্যায়, সহ সম্পাদক কাজল দাশগুপ্ত, কোষাধ্যক্ষ সৌরভ পাত্র, সক্রিয় সদস্য সৌভিক চট্টোপাধ্যায়,মলয় চক্রবর্তী, রাজু গড়াই, অয়ন কর, ওয়াহিব আলি, সত্যজিৎ গোপ, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ।
এই কর্মসূচি উপলক্ষে পার্শ্ববর্তী বিধানসভার সহযোদ্ধাদের উপস্থিতি এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
যে কোনও বাঙালী বিরোধী অপশক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে বাংলা পক্ষ বদ্ধপরিকর।

26
4352 views