logo

ক্যান্সারের জন্য সবচেয়ে ভালো ঠিকানা হল চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট নিউ টাউন।

আজ আমি নিউ টাউন রাজারহাট চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট (CNCI) এর ক্যান্সার ভ্যাকসিন বিভাগে গিয়েছিলাম। (HPV ভ্যাকসিন) এই ভ্যাকসিন ক্যান্সারের ঝুঁকি কমায়। এবং এই ভ্যাকসিনটি সকলের জন্য গ্রহণ করা ভালো। CNCI নিউ টাউনে খুব কম খরচে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

21
3438 views