logo

ওয়াকফ আইন বাতিলের দাবিতে ঐতিহাসিক পথযাত্রা সালারে

মুর্শিদাবাদ: ওয়াকফ আইন বাতিলের দাবিকে সামনে রেখে জমিয়তের ডাকে ১০ এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত হতে চলা বিশাল বিক্ষোভ সমাবেশ সফল করতে সোমবার সালারে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক পথযাত্রা। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন এবং ওয়াকফ আইন নিয়ে তাঁদের অসন্তোষ ও প্রতিবাদ তুলে ধরেন। পথযাত্রার নেতৃত্ব ছিলেন জমিয়ত ও ইমামদের নেতৃত্ব মাওলানা মামুন মহলদার, মাওলানা আব্দুল হামিদ, হাফেজ আমির, হাফেজ সুজাউদ্দিন, হাফেজ জালাল উদ্দিন সহ আরও অনেকে। বক্তারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান ওয়াকফ আইন মুসলিম সম্প্রদায়ের জমি ও সম্পত্তি নিয়ে বড় ধরনের প্রশ্নের সৃষ্টি করছে। নেতৃত্বরা পথযাত্রা শেষে এক মঞ্চ থেকে বক্তব্য রাখেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে ১০ এপ্রিল কলকাতায় জমিয়তের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভসমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, "এটি কেবল একটি আইন বাতিলের লড়াই নয়, বরং আমাদের ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষার সংগ্রাম।' সালারের এই পথযাত্রা জমিয়তের আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে আগামী ১০ এপ্রিলের কলকাতা সমাবেশ ঘিরে প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে জমিয়ত।

0
116 views