শালবনির মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা!
শালবনির মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা!মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলান্যাস করলেন ১,৬০০ মেগাওয়াটের জিন্দাল তাপবিদ্যুৎকেন্দ্রের।এই প্রকল্প শুধু রাজ্যের বিদ্যুৎ চাহিদা পূরণ করবে না, আনবে প্রায় ১৫,০০০ নতুন কর্মসংস্থানের সুযোগ।শিল্পে বিনিয়োগ, পরিকাঠামোয় উন্নয়ন, আর কর্মসংস্থানের দিশা — বাংলা এগিয়ে চলেছে নিরন্তর। #MamataBanerjee #Shalboni #WestBengalDevelopment