logo

চাকরিহারা শিক্ষক প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী

সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

রুপা দত্ত, ২২ এপ্রিল : ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল সুপ্রিমকোর্ট। প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়ে ছিলেন। সুপ্রিমকোর্টের রায়ের পর নবান্নে জরুরী বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা নিজেদের চাকরি ফিরে পেতে আন্দোলনের পথে পা বাড়ায়। এসএসসি ভবন ঘেরাও করেন তারা। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি করেছিলেন তারা। আজ এক সাংবাদিক বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরিহারাদের আন্দোলনের মাঝেই তিনি জানিয়ে দিয়েছেন, 'কোনও তালিকা প্রকাশ করা হবে না'।

14
347 views