নদীয়ার শান্তিপুরের প্রজ্জ্বল দাস ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যের নবম স্থান অধিকার করেছে।
নদিয়া শান্তিপুরের মিউনিসিপাল হাইস্কুলের ছাত্র প্রজ্জ্বল দাস ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে। তিনি প্রথম থেকেই স্কুলে প্রথম স্যার অধিকার করেছে এবারও আশা ছিল মাধ্যমিকে ভালো স্থান অধিকার করবে। তার এই সাফল্যে তার পরিবারের সকল সদস্য ও শান্তিপুরবাসী গর্বিত। তার আশা আগামী দিনে আইআইটি নিয়ে পড়াশোনা করবে তবে প্রজ্জলের পড়াশোনা নির্দিষ্ট কোন সময় ছিল না খেলাধুলার পাশে ছবি আঁকতে ভালোবাসে । শান্তিপুরের সকলে ও স্কুলের শিক্ষকরা জানিয়েছেন তাদের স্বাগত জানিয়েছে। মা মিতালী দাস জানিয়েছেন আমরা কখনো ওকে পড়াশোনা ব্যাপারে গাইড করি নাই। প্রজ্জ্বল নিজের মতো করেই পড়াশোনা করত। এই পড়াশোনা পাশাপাশি তার খেলাধুলা খুবই প্রিয়। আগামী দিনে প্রজ্জ্বল আইআইটি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে।