logo

রাস্তার খুবি বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 2 নম্বর ব্লকের চকমকরামপুর গ্রাম পঞ্চায়েতে বাঘাগেড়িয়া সংসদে

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 2 নম্বর ব্লকের চকমকরামপুর গ্রাম পঞ্চায়েতে বাঘাগেড়িয়া সংসদে রাস্তায় খারাপ অবস্থা । রাস্তার অবস্থা এতই খারাপ যে তার দিয়ে স্বাভাবিক ভাবেই চলাচল করা খুবই কঠিন, দুর্ঘটনার সম্ভবনা থাকে, তাহার জন্য সরকারি ভাবে কোন সুযোগ সুবিধা না পাওয়ায়, গ্রামের লোকের থেকে চাঁদা তুলে প্রায় 1200 মিটার রাস্তা মোরাম দিয়ে মেরামত করা হচ্ছে।

66
1355 views