logo

Barak Students Association BSA নতুন সভাপতি নিযুক্ত।


Barak Students Association (BSA), Assam একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন, যা ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বারাক উপত্যকার ছাত্র সমাজের অধিকার রক্ষায়, শিক্ষাক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করে আসছে। এই সংগঠন শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরার পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছে।

এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতির পদটি দীর্ঘদিন ধরে খালি ছিল। আজ ১০ জুলাই, কটামনি এলাকার একটি অস্থায়ী অফিসে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতভাবে প্রাক্তন সভাপতি জুবাইর আহমেদকে পুনরায় Barak Students Association-এর কেন্দ্রীয় সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে।

জুবাইর আহমেদ পূর্ববর্তী দায়িত্বকালীন সময়ে সংগঠনের নেতৃত্বে অসংখ্য গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তার নেতৃত্বে BSA রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থী অধিকার, প্রশাসনিক স্বচ্ছতা ও সমাজকল্যাণমূলক বিষয়ে দৃঢ়ভাবে সক্রিয় ছিল। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের সহায়তা, জরুরি সময়ে ত্রাণ বিতরণ, এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে তার নেতৃত্ব স্মরণীয় হয়ে আছে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, পূর্বের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অপরিবর্তিত থাকবে এবং সেই অনুযায়ী সকল সদস্য তাদের পূর্বের দায়িত্বে বহাল থাকবেন। নতুন করে কোনো গঠনতন্ত্র পরিবর্তন বা পদবিন্যাস করা হয়নি।

সাধারণ সভা শেষে নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা জানানো হয়। তাঁকে ফুল ও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং সদস্যরা তাঁর নেতৃত্বে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

এই পুনঃনিযুক্তির মাধ্যমে Barak Students Association আবারও নতুন উদ্যমে শিক্ষার্থীদের স্বার্থে এবং সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

21
4705 views