logo

নদীয়ার শিমুরালী ষ্টেশনে সোনার বিস্কুট পোঁছে দেওয়ার উদ্যেশ্য সফল হলোনা।

বুধবার দুপুরে রানাঘাট ষ্টেশন থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স ও রেল সুরক্ষা বাহিনীর যৌথ উদ্যোগে ৫৮৩গ্ৰাম ওজনের ৫টি সোনার বিস্কুট সহ এক মহিলা পাচারকারীকে গ্ৰেপ্তার করে।
আনুমানিক বাজারমূল্য ৫৭ লক্ষ ৬৮ হাজার টাকা সংবাদে প্রকাশ বুধবার সকালে বিএসএফ জানতে পারে শিয়ালদহ মুখি গেদে লোকালে এক মহিলা পাচার এর উদ্যেশ্যে সোনা নিয়ে যাচ্ছে। এরপরই বিএসএফের একটি দল রানাঘাট ষ্টেশন চত্বরে নজরদারি শুরু করে। আরপিএফ কেউ জানানো হয়। আরপিএফ দুপুর ১৩টা৫৫ নাগাদ ওই পাচারকারীকে আটক করে জেরার সঙ্গে তল্লাশি শুরু করলে সোনার বিস্কুটগুলি পাওয়া যায়। জেরার মুখে স্বীকার করে যে সে হরিশ নগর হল্ট থেকে উঠেছিল সকাল সাড়ে দশটা নাগাদ এক ব্যাক্তির কাছ থেকে বিস্কুটগুলি নিয়ে,উদ্যেশ্য শিমুরালি ষ্টেশনে পৌঁছে দেওয়ার জন্যে।

0
562 views