" অপরাজিতা "
কলমে: সন্ধ্যা অধিকারী।
তোমার নাম তো অপরাজিতা!
তুমি কত রঙে নিজেকে রাঙাও—
কত মিষ্টি, মধুর হাসিতে
জয় করে নাও মানুষের মন।
তাই তুমি অপরাজিতা।
আমাকেও সবাই বলে,
আমি নাকি "অপরাজিতা!"
কিন্তু আমি তো তোমার মতো মধুর হেসে উঠতে পারি না...
আমি তো প্রতিদিন সংগ্রাম করি—
সংসারে, পরিবারে, সমাজে, এমনকি নিজের সাথেও।
তবু কেন আমি অপরাজিতা?
জয়হীন লড়াইয়ে নাম না-জানা একজন যোদ্ধা কি হতে পারে অপরাজিতা?
অপরাজিতা!
তুমি কি শুধুই হাসির রং ?
নাকি ...
সংগ্রামের গোপন প্রতীক ?
তুমি কি আমারই আর এক রূপ ?
নাকি ...
আমিই তোমার ছায়া ?
তুমি কি সত্যিই একটা নাম?
নাকি—
একটা নিঃশব্দ চিৎকার?