logo

সমাজের রন্ধে সচেতনতার বার্তা

শিবনিবাসে সচেতনতার বার্তা
Krishnaganj, Nadia | Jul 26, 2025
শ্রীমা মহিলা সমিতির আয়োজনে BSF শিবনিবাসে সচেতনতার বার্তা দিলো, শ্রীমা মহিলা সমিতির আয়োজনে আজ দুপুর ১২ টা থেকে শিবনিবাস উচ্চ বিদ্যালয়ে হিউম্যান ট্রাফিকিং ও বাল্যবিবাহ নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রতিনিধিত্ব করেন BSF এর ৩২ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিকরা তাঁরা ছাত্রী ও তাদের অভিভাবকদের সামনে হিউম্যান ট্রাফিকিং অথবা মানব পাচারকারী এবং বাল্যবিবাহ নিয়ে সচেতনতা বার্তা দেন আর এমনই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়।

120
2823 views