logo

প্রতিবাদ চাকদহ দেউলি অঞ্চল তৃণমূল কংগ্ৰেসের, বাঙালি নির্যাতন

নানা রাজ্যে বাংলাদেশীদের নামে পশ্চিম বাঙলার পরিযায়ী শ্রমিকদের উপরে নির্যাতন ও হেনস্থার প্রতিবাদে দেউলি পঞ্চায়েতের তৃণমূল কংগ্ৰেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।কদম্বগাছি থেকে রসুল্লাপুর বাজারে এই মিছিল শেষ হয়। প্রায় আড়াই কিলোমিটার রাস্তা এই মিছিল পরিক্রমা করে। দলের চাকদহ ব্লক সভাপতি দিলীপ সরকার, পঞ্চায়েত সভাপতি অশোক কূমার মন্ডল, অঞ্চল সভাপতি অমিত বিশ্বাস ও আরো তৃণমূল নেতৃত্ব এই মিছিলে সামিল হন।
সর্বশেষে রসুল্লাপুর বাজারে সভা অনুষ্ঠিত হয়। অমিত বিশ্বাস বলেন প: বঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে এর তীব্র প্রতিবাদ করছি।

15
265 views