" যদি থাকতে এক রাত "
কলমে : আসফাক আলি খান (লালটু)
যদি একরাত তুমি পাশে থাকতে,
নিঃশব্দে আমার নিঃশ্বাসে মিশতে,
চাঁদের আলোয় হাতটি ধরতে —
তবেই বুঝতাম ভালোবাসা কাকে বলে।
যদি একরাত বুকের কাছে টেনে
তোমার সুবাসে ঘুম আসতো চেনা,
সব ব্যথা, জ্বালা, অভিমান মুছে
স্বপ্নগুলো হতো কেবল তোমাতে ভরা।
শুধু একরাত যদি চাওয়াতে চাওয়া মিলতো,
নীরবতায় চোখের ভাষা খুলতো —
তবে জন্মের সব অভাব ঘুচিয়ে,
চেয়ে থাকতাম পরের জন্মেও শুধুই তোমার হতে।
তুমি যদি একরাত আমায় জানতে,
ভালোবাসার ভাষা বিনা শব্দে বলতে,
তবে এ হৃদয়, এ প্রাণ, এ মন —
সারাজীবন রাখতাম তোমারই বন্ধনে বেঁধে।