logo

৭৭ তম বর্ষে পদার্পণ শ্রীপৎ সিং কলেজের (জিয়াগঞ্জ)।

01/08/2025
শুক্রবার,
জিয়াগঞ্জ থেকে .....প্রশান্ত সাহার রিপোর্ট

শ্রীপৎ সিং কলেজের ৭৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল শুক্রবার। স্বাধীনতার পরবর্তী সময় ১৯৪৯ সালে মুর্শিদাবাদ জেলার শিক্ষা প্রসারের উদ্দেশ্যে শ্রীপৎ সিং দুগড় নিজের বাসভবন কে কলেজের রূপে রূপান্তরিত করেন। সেই কলেজে থেকে পড়াশোনার মধ্য দিয়ে শিক্ষা অর্জন করে গোটা বিশ্বে নাম অর্জন করেছেন বেশ কিছু ছাত্র-ছাত্রী । বর্তমান প্রজন্মের কাছে এখন উল্লেখ্য বিশ্বমানের সংগীত শিল্পী অরিজিৎ সিংয়ের মত বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্ব। শুক্রবার ১লা আগস্ট, ৭৬ বছর পার করে ৭৭ তম বর্ষে পদার্পণ করে ১০০ বছরের উদ্দেশ্যে অগ্রসর হলো শ্রীপৎ সিং কলেজ। এদিন সকালে জিয়াগঞ্জ শহর জুড়ে কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী দের সাথে নিয়ে কলেজের শিক্ষক -শিক্ষিকা সকলেই পদযাত্রার মধ্য দিয়ে কলেজের এই দিনটিকে উদযাপন করেন। কলেজ স্রষ্টা শ্রীপত সিং দুগারে আবক্ষ মূর্তিতে মাল্যদান ও সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে কলেজের রবীন্দ্র সভাকক্ষে অনুষ্ঠিত হয় পত্রিকা প্রকাশ অনুষ্ঠান। আর সেখানেই কলেজের সাহিত্য পত্রিকা ‘অলেখ্য’ প্রকাশিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিমলেন্দু বিশ্বাস, ইতিহাসবিদ রামপ্রসাদ ভাস্কর, দুগড় পরিবারের সদস্য সঞ্জয় সিং দুগড়, এস সি বি সি কলেজের অধ্যক্ষ ড. সুপম মুখার্জি-সহ অন্যান্য কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ৭৭ তম বর্ষের এই শুভক্ষণ সময়টি সুন্দরভাবে উদযাপিত হয়েছে বলে জানান কলেজ অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার।

5
531 views