logo

বঞ্চিত ঠিকাদারগণের করুন আর্তনাদ

"রাজ্য পশ্চিমবঙ্গ" এমনিতেই দরাজ হস্ত যখন সম্ভাবনা আসে ইলেক্টোরাল পলিটিক্সের ।
সরকারি ঠিকাদারদের ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ করাবার পরেও তাদের বকেয়া অর্থ এক থেকে আড়াই বছর পর্যন্ত নির্দ্বিধায় আটকে রাখা হয়েছে। অথচ মূলত ভোটমুখী
পরিকল্পনাকে সামনে রেখে" পাড়ায় সমাধান "নামক একটি প্রকল্প নামানো হয়েছে এবং পাশাপাশি দূর্গা পূজার অনুদান শুরুতে ২৫ হাজার থাকলেও বর্তমানে তা আরো ২৫ হাজার বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করার পরিকল্পনাও নেয়া হয়েছে অর্থাৎ প্রায় ৫০০ কোটি টাকার কাছাকাছি অতিরিক্ত ব্যয় ।
তর্কের খাতিরে এই কর্মযজ্ঞকে সাধুবাদ যদিও জানানো গেল তাহলে কিছু প্রশ্ন যেটা থেকে গেল তা এরকম MGNREGA , RIDF
BCW , 5 TH FINANCE ,15 TH FINANCE
ELECTION PURPOSE FUND এগুলিকে কেন এত যত্নের সাথে অবহেলা করে এইসব মানুষের দৈনন্দিন জীবনকে নরকে পরিণত করবার ব্যবস্থা করা হলো।
এই প্রেক্ষিতে ঠিকাদারদের এই আন্দোলন অত্যন্ত সংবেদনশীল স্পর্শকাতর একটি অবস্থান । তারা তাদের অবস্থান সম্পর্কেও অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই আন্দোলন ক্রমশই দানা বাঁধছে এবং তারা তাদের বকেয়া অর্থ বা প্রাপ্য না পাওয়া পর্যন্ত তাদের সিদ্ধান্ত অবিচল থাকবেন বলে মত প্রকাশ করেন ।
এমতাবস্থায় তাদের মনে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক পাড়ার সমাধান প্রকল্পে অংশগ্রহণ করে আবারো বঞ্চনার পরিমাণ বৃদ্ধি হবে না তো?
এখন দেখা যাক বর্তমানে নিরিখে অতীতকে বিশ্লেষণ করে ,ভবিষ্যতে কি ফলাফল আসে ।

73
2709 views