logo

*জিয়াগঞ্জে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধারের সাথে আটক একজন।*

05/08/2025
মঙ্গলবার
জিয়াগঞ্জ থেকে.... প্রশান্ত সাহা রিপোর্ট

মুর্শিদাবাদ: জিয়াগঞ্জ থানার পুলিশ এক সফল অভিযানে প্রায় ৪৫ কেজি গাঁজা উদ্ধারের মধ্য দিয়ে এক মাঝ বয়সী যুবককে আটক করে। মঙ্গলবার দুপুর জিয়াগঞ্জ থানার অন্তর্গত সিবির এলাকার বিলকান্দি কলোনি তে চালানো হয় এই অভিযান। অভিযানে নেতৃত্ব দেন লালবাগ SDPO আকুল কার রাকেশ মহাদেব, CI রবি মালাকার ও জিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস সহ পুলিশের এক বিশাল বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবীন মণ্ডল নামে এক ব্যক্তি উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে আছে নিজের বাড়িতে এবং এখান থেকেই তার ব্যবসা চালানোর উদ্দেশ্য ছিল। সূত্র মারফত জিয়াগঞ্জ থানার পুলিশ খবর পেয়েই পুলিশ দ্রুত তৎপর হয় এবং বাড়িতে তল্লাশি চালিয়ে এক অভিনব কায়দায় রাখা নামিদামি কোম্পানির একাধিক রঙের বালতিতে সিলপ্যাক অবস্থায় গাঁজার বেশ কিছু প্যাকেট উদ্ধার করা হয়। বালতিগুলি দেখে বাইরে থেকে কিছু বোঝা যায়নি, কারণ সেগুলি সম্পূর্ণ বন্ধ অবস্থায় রাখা ছিল এছাড়াও সেখান থেকে উদ্ধার করা বালতি গুলিকে তাদের জবানবন্দিতেও তারা প্রথমে রঙের বালতি বলে স্বীকার করেন। তদন্তের মধ্য দিয়ে সন্দেহ হওয়ায় রঙের বালতি গুলিকে খোলা হয় এবং বেরিয়ে আসে তার মধ্যে থেকে সু কৌশলে রাখা বেশ কয়েক কেজির প্যাকেট যাতো গাজা।
গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজা বিশাল পরিমাণ হওয়ায় পুলিশের ধারণা এর পেছনে একটি বড় চক্র কাজ করছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে বলে আশা করা হয় প্রশাসনের তরফ থেকে।
এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্য থেকে একজন বলেন পাড়ার মধ্যে এই ধরনের ব্যবসা যা সমাজের একটি ক্ষতিকর দিক সে বিষয়ে আমরা অজ্ঞাত ছিলাম আগামী দিন আমরা স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের ব্যবসার বিরোধিতা করছি । এই ঘটনার পর থেকেই পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং সুস্থ সমাজ গড়তে মাদকের বিরোধিতায় আরো কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন।

5
1242 views