logo

আগামিকাল ১৫/০৮/২০২৫ , ৭৯তম স্বাধীনতা দিবসের সকলকে আমার শুভেচ্ছা। জয় হিন্দ জয় ভারত।

পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের পূর্ব অংশ যা প্রাচীনতম এবং মিশ্র সংস্কৃতির প্রতিনিধিত্ব করে জেটা ভারতের বিখ্যাত ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রতীক, আমরা ভারত বিখ্যাত এবং বিশ্বে , আমাদের ভাষা বাংলা জেতা সুন্তে আর বোল্টে খুব সুন্দর আর মধুর ,আমদের পোশাক ধুতি, পাঞ্জাবি, শাড়ি এবং আমাদের গহনা জেটা পুরো ভরত ই অনন্য, আমরা খুব ভোজন রশিক। আমাদের প্রতিদিনের মেনু তালিকায় মাছ, ভাত, ডাল, মিস্টি থাকে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি বাস্তবে ভারতীয় সংস্কৃতি, যার মূলে রয়েছে পশ্চিমবঙ্গ সাহিত্য , নাটক, চারুকলা, নৃত্য, সিনেমা এবং আরও অনেক কিছু। পশ্চিমবঙ্গের বাসিন্দা পরিচিত বাঙালি বোলে, বাঙালির ইতিহাস গর্বিত হয়েছে বিশিষ্ট মহাপুরুষ দ্বারা চিহ্নিত বাংলার নবজাগরণ সমাজের একটি সমাজ, সংস্কৃতি এবং বৌদ্ধিক জাগরণ প্রতিচ্ছবি গোটা পৃথিবী তে সম্পন্ন হয়েছে,
বিশেষ মহাপুরুষ জারা বাঙ্গালী জাতির নাম গৌরাবন্দিতো সফলভাবে সম্পন্ন কোরে: ১. জগৎ গুরু শ্রী রাম কৃষ্ণ, ২. স্বামী বিবেকানন্দ,
৩. রাজা রামমোহন রায়,
৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
৫. রবীন্দ্রনাথ ঠাকুর,
৬. নেতাজি সুভাষ চন্দ্র বসু, ৭. ক্ষুদিরাম বসু,
৮. মাতঙ্গিনী হাজরা, ৯. বাঘা যতীন, ১০. চিত্তরঞ্জন দাস, ১১. শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, ১২. মাদার তেরেসা, ১৩. বিধান চন্দ্র রায়, ১৪.জ্যোতি বসু, ১৫. বুদ্ধদেব ভট্টাচার্য, ১৬. মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. তাই বিশিষ্ঠো মহাপুরুষ আর তাদের রাজের প্রতি ভালোবাসা,তায়াগ আর উন্নয়ন এবং বাংলাভাষা আর বাঙালি জাতির প্রতি ভালোবাসা সারা বিশ্ব ই বাঙালি জাতির মুখ উজ্জল কোরেছে।


366
350 views