logo

West Bengal,dist.Nadia,ps-bhimpur,(Maluyapara)-an attempt to keep an entire Muslim village unfairly in the Bangladesh side, outside barbed wire fence of India-Bangladesh border.

বিগত কয়েক দশক ধরে চলছে নদীয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত চাপড়া ব্লকের বর্ডার জিরো পয়েন্ট কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে গ্ৰামবাসীদের সঙ্গে সীমা সুরক্ষা বলের মতভেদ তৈরি হয়েছে,কারন হিসেবে যেটা জানা যায় যে সীমান্ত লাগোয়া কয়েক শত সংখ্যালঘু সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ কে বাংলাদেশের দিকে রেখে কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল, 2003 সালে যথারীতি হাইকোর্টে মামলা দায়ের করে গ্ৰামবাসীবৃন্দ এবং সেই থেকে স্টে অর্ডার!এখন গ্ৰামবাসীদের দাবি যতো তাড়াতাড়ি সম্ভব কাঁটাতারের বেড়া দেওয়া হোক তবে তাদের ঘরবাড়িগুলোকে ভারতের সীমানার অভ্যন্তরে রেখে কাঁটাতারের বেড়া দিতে প্রসাশনের উদ্যোগে নেওয়া উচিত, তাদের এবং দেশের নিরাপত্তার স্বার্থে,গ্ৰামবাসী এবিষয়ে আলোচনা মাধ্যমে সমাধান চান,আদালতের নির্দেশ মেনে বিএসএফ সদর্থক ভূমিকা পালন করলে অবশ্যই তারা সব ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

40
857 views