logo

Haringhata Nadia District News Published Pranesh Tewari

হরিণঘাটা থানা এলাকায় অবৈধ জুয়া কার্যকলাপের বিরুদ্ধে অভিযান
==================

০৮.০৯.২০২৫ বিকেলে, সূত্রের তথ্যের ভিত্তিতে, হরিণঘাটা থানা হরিণঘাটা থানা-এর অধীনে মোল্লাবেলিয়া যমুনার ধর-এ অভিযান চালায় এবং ৪ জনকে আটক করে, যারা অর্থের বিনিময়ে জুয়া খেলছিল এবং একে অপরের জন্য অন্যায়ভাবে লাভ-ক্ষতি করেছিল। অভিযুক্ত ব্যক্তির বিবরণ হল
১. কেনাই মণ্ডল (৪২) পুত্র লেফটেন্যান্ট জামাত আলী মণ্ডল, মোল্লাবেলিয়া, থানা-হরিণঘাটা, নদীয়া,
২. তরুণ দে (৫২) পুত্র বাদল চৌধুরী। দে, ফতেপুর থানা-হরিণঘাটা, নদীয়া,
৩. রাজিব সোম (৪৭) পুত্র লেফটেন্যান্ট চঞ্চল সোম, মোল্লাবেলিয়া, থানা-হরিণঘাটা, নদীয়া,
৪. ইদ্রিস মল্লিক (৪৮) পুত্র সাহাদাত মল্লিক বাহির সোনাখালী, থানা-হরিণঘাটা, নদীয়া!

অভিযানে ৩১,৯০৩/- টাকা এবং অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়েছে।

এই ঘটনার পর, হরিণঘাটা থানায় আইনের প্রাসঙ্গিক ধারায় একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে এবং সকল অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ সকালে কল্যাণী আদালতে পাঠানো হয়েছে।

225
5359 views