logo

News Published Nadia Pranesh Tewari

নদিয়া জেলা থেকে প্রাণেশ তেওয়ারি প্রতিবেদন!
সাইবার ক্রিমিনাল দ্বারা প্রতারিত অর্থ উদ্ধার।

রাণাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা সাইবার অপরাধের শিকার তিন জন ব্যক্তির প্রতারিত অর্থ সফলভাবে উদ্ধার করেছে।

আপুর্ব সরকার – ফেসবুকে বন্দন ব্যাংকের চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারিত হয়ে ১,০০,০০০/- টাকা হারান। সাইবার ক্রাইম থানার প্রচেষ্টায় তিনি তাঁর সম্পূর্ণ টাকা ফেরত পান।
বিমল পদ মণ্ডল – ভুলবশত অন্য এক অ্যাকাউন্টে ১,০৮,৭৩২/- টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে সাইবার ক্রাইম থানার সক্রিয় ভূমিকার ফলে তিনি তাঁর সম্পূর্ণ অর্থ ফেরত পান।

মাধব ঘোষ –ব্যবসার নামে প্রতারণার শিকার হন এবং ১০,০০০/- টাকা হারান। সাইবার ক্রাইম থানার উদ্যোগে তিনি ফেরত পান তাঁর অর্থ।

রানাঘাট পুলিশ জেলা সাইবার জালিয়াতির বিরুদ্ধে লড়াই এবং ক্ষতিগ্রস্তদের টাকা পুনরুদ্ধার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

35
2147 views