"*এসএসসি অযোগ্যদের তালিকায় বিধায়কের পুত্রবধূ! প্রশ্নে মেজাজ হারালেন নির্মল ঘোষ, কটাক্ষ বিজেপির"*
এসএসসি অযোগ্যদের তালিকায় উঠে এলো পানিহাটি বিধানসভা
এসএসসি অযোগ্যদের তালিকায় উঠে এলো পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম, যিনি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এই নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন বিধায়ক। অন্যদিকে, বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।