logo

মণিপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট মাওলানা মিনহাজ উদ্দিন সাহেবের পিতা ইন্তেকাল

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আজ ১৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত মণিপুর রাজ্যের প্রেসিডেন্ট হযরত মাওলানা মিনহাজ উদ্দিন সাহেবের পিতা।

মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বিকেল ৪টা ৩০ মিনিটে আসরের নামাজ শেষে, কাশিমপুর আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে। জানাজায় জিরিবামসহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লি উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন যুব আহলে সুন্নাত আল জামাত আসামের প্রেসিডেন্ট মাওলানা নজির হুসেন সাহেব এবং দুঙ্গিপাড়ার সাহেবজাদা মাওলানা জুবাইর আহমেদ খান সাহেব।

জানাজার ইমামতি করেন মরহুমের সুযোগ্য পুত্র মাওলানা মিনহাজ উদ্দিন সাহেব।
পরে কাশিমপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তামিল উদ্দিন সাহেব মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

প্রতিবেদন: নূর হুসেন, জিরিবাম
📧 Email: Nuractivist@proton.me

0
46 views