logo

দীঘার মেয়ে, হাওড়ার বৌমা বাংলার গর্ব মৌয়া রায় এখন দেবী চৌধুরানী সিনেমার প্রমোশনে

দীঘার মেয়ে, হাওড়ার বৌমা বাংলার গর্ব মৌয়া রায় এখন দেবী চৌধুরানী সিনেমার প্রমোশনে

দীঘার মেয়ে, হাওড়ার বৌমা বাংলার গর্ব মৌয়া রায় এখন দেবী চৌধুরানী সিনেমার প্রমোশনে বাংলার মেগাস্টার প্রসেনজিৎ ও শ্রাবন্তীর সামনে তাদের ছাত্র-ছাত্রীদের নিয়ে পারফরম্যান্স করে মুগ্ধ করল সবাইকে। এই মৌয়া রায় এর দুটি নাচের স্কুল রয়েছে পূর্ব মেদিনীপুরের অলংকারপুরে নটরাজ ড্যান্স ক্রিয়েশন এবং রয়েল ডান্স একাডেমী হাওড়া, জয়পুর আমোরাগড়ি। শুধু এইখানে শেষ নয়, বাংলার গর্ব দীঘার মেয়ে, হাওড়ার বৌমা বাংলার গর্ব মৌয়া রায় এখন দেবী চৌধুরানী সিনেমার প্রমোশনে বাংলার মেগাস্টার প্রসেনজিৎ ও শ্রাবন্তীর সামনে তাদের ছাত্র-ছাত্রীদের নিয়ে পারফরম্যান্স করে মুগ্ধ করল সবাইকে। শুধু এখানে শেষ নয়, বাংলার গর্ব মৌয়া রায় সুরোভারতী সংগীত কলা থেকে অনেক এওয়ার্ড পেয়েছে। এই দিন মৌয়া রায় এর একাডেমির ছাত্র-ছাত্রীরা দেবী চৌধুরানী সিনেমার প্রমোশানে ড্যান্সের মাধ্যমে সকলের মন জয় করেছে। এই একাডেমির মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০০র অধিক। এই সিনেমার প্রমোশনে মৌয়া রায় এর টিমে প্রসেনজিৎ এবং শ্রাবন্তীর সাথে ড্যান্স করতে দেখা গেল। এই ডান্স একাডেমিতে শাস্ত্রীয় নৃত্য, লোকো নৃত্য, সৃজনশীল এবং ওয়েস্টার্ন ডান্স শেখানো হয়।

6
289 views