logo

দূর্গা পূজোর সরকারি চেক বিতরনী অনুষ্ঠানের কর্মসূচি প্রতিপালন

আজ ২১ তারিখে বেলা ১১ টায় ঘাটাল ব্লকের অন্তর্গত ঘাটাল টাউন হলে মোট সম্পূর্ণ ১৩৯টি দুর্গোৎসব কমিটির হাতে চেক তুলে দিলেন ঘাটাল মনোহরপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের আদর্শ ইংরেজি শিক্ষক/প্রাক্তন ঘাটাল সাংগঠনিক জেলার INTTUC জেলা সভাপতি/ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী বা সহসভাপতি বা বিকাশ কর। উপস্থিত ছিলেন ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাস । উপস্থিত ছিলেন ঘাটালের ব্লক সভাপতি দীলিপ মাঝি , উপস্থিত ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলয় এছাড়াও, উক্ত এই সর্ববৃহৎ সরকারি মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্যান্য স্থানীয় লোকাল নেতানেত্রী বা জনপ্রতিনিধিগন। তাহারা হইলেন প্রশান্ত রায়, সন্ন্যাসী দোলুই পৌরপ্রধান খড়ার পৌরসভা এবং উপস্থিত ছিলেন সকল প্রশাসনিক আধিকারিক প্রমুখ বৃন্দ।

2
738 views