logo

বনগাঁ সাংগঠনিক জেলা INTTUC এর পক্ষ থেকে বনগাঁ সাংগঠনিক সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে সমগ্র জেলা ব্যাপী শ্রমিক ইউনিয়নের সদস্যদের দূর্গা বোনাস প্রদান

বনগাঁ সাংগঠনিক জেলা INTTUC এর পক্ষ থেকে বনগাঁ সাংগঠনিক INTTUC সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে সমগ্র জেলা ব্যাপী শ্রমিক ইউনিয়নের সদস্যদের দূর্গা পূজার প্রাক্কালে বোনাস প্রদান করছেন
পাশাপাশি
গাইঘাটা ব্লক ২ INTTUC সভাপতি মাননীয় বাপি হাজরা মহাশয়ের নেতৃত্বে জেলা INTTUC সভাপতি নারায়ণ ঘোষর উপস্থিতিতে গাইঘাটা ব্লক 2 INTTUC সদস্যদের পূজা বোনাস প্রদান করেন গাইঘাটা ব্লক ২ তৃনমূল কংগ্রেস কার্যালয়ের সামনে অবস্থিত অস্থায়ী মঞ্চ থেকে।আজকের বোনাস প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন গাইঘাটা ব্লক 2 তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল কুমার বিশ্বাস, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য অভিজিত বিশ্বাস,প্রাক্তন জেলা পরিষদ সদস্যা পম্পা বিশ্বাস,চাঁদপাড়া অঞ্চল প্রধান দিপক কুমার দাস,সহ গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্য, সদস্যা,বিভিন্ন পঞ্চায়েতের পঞ্চায়েত সভাপতি,প্রধান,উপপ্রধান,INTTUC পদাধীকারি,সদস্য সদস্যা সহ সাধারণ মানুষ।

11
963 views