logo

চাকদহে তলাপাত্র বাড়ির পাঁচশ বছরের দুর্গা পূজা

নদীয়ার চাকদাহ বেলডাঙ্গায় তলাপাত্র বাড়ির পাঁচ শতাধিক বছরের পুরানো দুর্গাপূজা। কথিত আছে দেশভাগের সময় ওপার বাংলা থেকে মঠগ্রাম নিবাসী জমিদার বংশ তলাপাত্র বাড়ির এক সন্তান ঁসৌমেন তলাপাত্র দেশের ৫০০ বছরের দুর্গা মন্ডপের মাটি নিয়ে এসে এ দেশে দুর্গা মন্ডপ তৈরি করে পূজা শুরু করেন। আজো সেই রীতিনীতি নিয়ে পুজো হয়ে আসছে। তবে বর্তমানে এই পুজো এক শরীক আনন্দ তলপাত্র এই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নেন। তবে সকল শরীকরা আর্থিক সহায়তা দিয়ে থাকেন এই পূজার জন্য।

21
13 views