কল্যানী ডি ব্লক সার্বজনীন দুর্গোৎসব।
প্রদীপ মৈত্র: নদীয়ার কল্যানী ডি ব্লক সার্বজনীন দুর্গোৎসব। ডি ব্লক একদা কল্যানী স্পিনিং মিলের সামনে একটি পাড়া। এই পাড়ার প্রতিবেশীরা মিলে দুর্গা পূজার আয়োজন করে থাকেন। এই পুজোতে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আরাধনায় মাতেন।