আজ ২রা অক্টোবর গান্ধীজীর মহাত্মা গান্ধীজীর জন্মদিবস পালন শিমুরালী ষ্টেশনে ।
প্রদীপ মৈত্র নদীয়া: পূর্ব রেলের শিয়ালদহ শাখার শিমুরালী ষ্টেশনের ডাউন প্ল্যাটফর্মে জাতির জনক গান্ধীজীর জন্মদিবস পালন করলেন শিমুরালী জাতীয় কংগ্রেসের যুবনেতা বিধান ঘোষ। সঙ্গে আরো অনেকে ছিলেন।