logo

“মিহিরা”র সাফল্যের পর নতুন ধারায় এগোচ্ছেন পরিচালক বাবাই সেন (Babai Sen ).



গত ১৯শে সেপ্টেম্বর অল ইন্ডিয়া রিলিজ হয়েছে পরিচালক বাবাই সেন-এর নতুন ছবি “মিহিরা”। মুক্তির প্রথম দিন থেকেই ভারতের একাধিক সিঙ্গেল স্ক্রিনে ছবিটি ধারাবাহিকভাবে চলছে এবং দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ছবির অভিনয়ে রয়েছেন ১৯৯০ সালের কালজয়ী হিন্দি ছবি “আশিকি” খ্যাত রাহুল রায়, পাশাপাশি বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি, চিত্রালি দাস, অর্শি সেন এবং কোচবিহারের রাজবংশীয় পরিবারের প্রতিভাবান তরুণ অভিনেতা সজল বর্মন।

উল্লেখযোগ্যভাবে, “মিহিরা” হল সজল বর্মন-এর প্রথম বাংলা ফিচার ফিল্ম। এই ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন। আরও বড় খবর হলো— পরিচালক বাবাই সেন-এর হাত ধরে তিনি প্রথমবার বলিউডে পা রাখতে চলেছেন, যেখানে বড় বড় বক্স অফিস প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি। এই সংযোজন নিঃসন্দেহে বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রির জন্যই এক নতুন প্রতিশ্রুতিময় অধ্যায়।

পরিচালনায় ছিলেন স্বনামধন্য নির্মাতা বাবাই সেন, যিনি ইতিমধ্যেই সমসাময়িক বাংলা সিনেমায় নিজস্ব ভিন্ন ধারা তৈরি করেছেন। তাঁর সিনেমার বিশেষত্ব হলো নারী-কেন্দ্রিক গল্প এবং ভালোবাসার সূক্ষ্ম আবহ।

এবার আরও বড় আকর্ষণ নিয়ে আসছেন বাবাই সেন— তাঁর দুটি সম্পূর্ণ দৈর্ঘ্যের নতুন ছবি “সাবিত্রী” এবং “শিউলি”। বিশেষত “শিউলি” হতে চলেছে এক অভিনব প্রচেষ্টা, যেখানে একসাথে ফুটে উঠবে দক্ষিণ ভারতীয় এবং বাঙালি সংস্কৃতির মেলবন্ধন। এই চলচ্চিত্রটি দক্ষিণ ভারতের ৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, পাশাপাশি পশ্চিমবঙ্গে বাংলা ও হিন্দি ভাষায় ১০০টি হলে রিলিজ হবে।

এটি বাংলা চলচ্চিত্রের জন্য এক নতুন মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রথমবার দক্ষিণ ভারতীয় ও বাঙালি সাংস্কৃতিক উপাদান নিয়ে তৈরি হতে চলেছে এমন এক ভিন্ন ধারার সিনেমা।

বাবাই সেন ইতিমধ্যেই চারটি প্রশংসিত ছবি পরিচালনা করেছেন এবং নভেম্বর থেকে শুরু করতে চলেছেন তাঁর পঞ্চম ফিচার ফিল্মের শুটিং। এবারও থাকছে এক নতুন আবেগঘন গল্প— বাবা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে গড়ে ওঠা এক অনন্য অধ্যায়।

টলিউড ও বলিউডের নামী শিল্পীরা এই প্রোজেক্টে অংশ নিচ্ছেন। ফলে আন্তর্জাতিক স্তরেও বাবাই সেনের এই নতুন সিনেমা নিয়ে দর্শক এবং সমালোচকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

0
90 views