জামালপুরে এসআইআর কর্মসূচি ঘিরে বৈঠক
জামালপুর, ২৯ অক্টোবর:
আগামী ৪ঠা নভেম্বর থেকে শুরু হতে চলেছে এসআইআর কর্মসূচি। সেই উপলক্ষে জামালপুর এক নম্বর মণ্ডলের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে বুথে বুথে মাঠে নেমে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
মণ্ডলের নেতৃত্ব জানিয়েছেন, এসআইআর কর্মসূচিকে সফল করে তুলতে প্রতিটি বুথে সংগঠনের কর্মীরা সক্রিয়ভাবে কাজ করবেন। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল, মণ্ডলের বিভিন্ন ইনচার্জ সহ সকল স্তরের নেতৃত্ব ও কর্মীরা।
সভায় বক্তারা একসুরে জানিয়েছেন, এই কর্মসূচিকে ঘিরে প্রত্যেকটি বুথে ময়দানে সক্রিয়ভাবে নামতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
স্থানীয় নেতৃত্বের দাবি, “গ্রাম থেকে গ্রাম, বুথ থেকে বুথ— সংগঠনের কর্মীরা এখন থেকেই কাজ শুরু করেছেন। নভেম্বরের ৪ তারিখ থেকে এই আন্দোলন সর্বত্র ছড়িয়ে পড়বে।”