
জামালপুর এক নম্বর মণ্ডলের উদ্যোগে গুরুত্বপূর্ণ বৈঠক; পায়রা অঞ্চল ডেপুটেশন ও এসআইআর নিয়ে সিদ্ধান্ত
প্রতিবেদন:
জামালপুর এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে আজ সেলিমাবাদ গ্রামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মূলত আগামী সোমবার (১৩ নভেম্বর) পায়রা অঞ্চলের ডেপুটেশন এবং এসআইআর কর্মসূচি নিয়ে বিষয়ভিত্তিক বিশদ আলোচনা ও রণনীতি নির্ধারণ করা হয়।
সভায় মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল সভাপতিত্ব করেন। সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুশান্ত মণ্ডল ও সীমান্ত রুইদাস। দুটি সম্পাদকীয় দায়িত্বে থেকে কুন্তল মজুমদার ও মনি মোহন মণ্ডল গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া মণ্ডল ইনচার্জ ও বর্ষীয়ান নেতা জিতেন্দ্র গতকাল এবং দেবব্রত বিশ্বাসও সভায় উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ডেপুটেশন সফল করতে প্রতিটি বুথে কার্যকরভাবে কর্মী মোতায়েন, জনসংযোগ ও সংগঠনের ঐক্য বিধান করা হবে। এসআইআর সম্পর্কিত প্রস্তুতি ও প্রশিক্ষণ সহযোগিতায় দ্রুত কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়। উপস্থিত নেতারা কর্মীদের একযোগে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সকলকে ঐতিহাসিক ডেপুটেশনে অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য: লক্ষ্যভিত্তিক পরিকল্পনা, দলে শিক্ষানবিশদের দক্ষতা বৃদ্ধি এবং বিষয়ভিত্তিক প্রচার-প্রসারণের মাধ্যমে ডেপুটেশন ও এসআইআর কর্মসূচিকে সফল করা হবে বলে মণ্ডল নেতৃত্ব জানান।