logo

উমরাহ পালন শেষে দালালের প্রতারণার শিকার জিরিবামের হাজি আহমেদ আলী; আদায় ৪৬ হাজার টাকা

উমরাহ পালন শেষে দালালের প্রতারণার শিকার জিরিবাম মনিপুরের হাজি আহমেদ আলী; আদায় ৪৬ হাজার টাকা

জিরিবাম, ৩ নভেম্বর ২০২৫: উমরাহ হজ পালন শেষে সৌদি আরবে প্রতারণার শিকার হয়েছেন জিরিবামের কাশিমপুর এলাকার বাসিন্দা হাজি আহমেদ আলী। জানা যায়, হোটেলের ঠিকানা মনে করতে না পারায় পথ হারিয়ে ফেললে একজন স্থানীয় দালাল তাকে সাহায্য করার নামে গাড়িতে উঠিয়ে নেয়। এরপর প্রায় দুই থেকে তিন ঘণ্টা বিভিন্ন এলাকা ঘুরিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৪৬ হাজার ভারতীয় রুপি আদায় করা হয়।

ভুক্তভোগীর সঙ্গে থাকা হোটেলের পরিচয় কার্ড দেখিয়েও লাভ হয়নি। অভিযোগ অনুযায়ী, টাকা আদায়ের পর দালাল ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে অন্যান্য হাজি ও স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় তিনি নিরাপদে হোটেলে ফেরেন।

ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, প্রতিবছরই উমরাহ ও হজ মৌসুমে বিদেশি হাজিদের লক্ষ্য করে এমন প্রতারণা বেড়ে যায়। বিশেষ করে একা চলাফেরা করা বা পথ ভুলে যাওয়া হাজিদের টার্গেট করে দালাল চক্র।



হাজি ও উমরাহ যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা:
• সবসময় হোটেলের ঠিকানা, নম্বর ও যোগাযোগ লিখে সঙ্গে রাখুন
• অপরিচিত ব্যক্তির গাড়িতে উঠবেন না
• কোনো সাহায্য লাগলে সরকারি সাপোর্ট অফিস বা পুলিশ-এর শরণাপন্ন হন
• রাতে একা চলাফেরা করা এড়িয়ে চলুন
• পাসপোর্ট ও মূল্যবান টাকা সুরক্ষিত রাখুন



প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, হজযাত্রীদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে কর্তৃপক্ষকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তাছাড়া সংশ্লিষ্ট হজ এজেন্সিকেও এই বিষয়ে দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়েছে।

ভুক্তভোগী পরিবার দ্রুত বিষয়টি কমিউনিটিতে প্রচার করে অন্যদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

Reported
Nur hussain
Jiribam Manipur

36
5050 views