logo

দিল্লি বিস্ফোরণ: তদন্তে প্রমাণ মেলেনি, বাড়ি ফিরলেন তিন চিকিৎসক ও নিশা

দিল্লির রেড ফোর্টের কাছে বিস্ফোরণ মামলায় গ্রেফতার হওয়া তিন জন চিকিৎসককে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে মুক্তি দিল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। একইসঙ্গে মুক্তি পেয়েছেন উত্তর দিনাজপুরের করণদিঘির তরুণী নিশা খাতুন, যাকে ওই মামলায় সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেওয়া হয়েছিল।

NIA জানায়, দীর্ঘ জিজ্ঞাসাবাদ, প্রযুক্তিগত তথ্য যাচাই এবং ফরেনসিক রিপোর্ট পর্যালোচনার পর কোনওভাবেই তাদের বিরুদ্ধে বিস্ফোরণযোগের প্রমাণ মেলেনি। ফলে তাদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার যুক্তিও নেই।

তদন্তসূত্রের খবর, ধৃত তিন চিকিৎসককে প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও তাদের অবস্থান, ফোন রেকর্ড এবং সিসিটিভি ফুটেজে দেখা যায় বিস্ফোরণের দিন ও সময় ঘটনাস্থলের সঙ্গে তাদের কোনও মিল নেই। একইভাবে দিনাজপুরের নিশার কথোপকথন, ভ্রমণ ইতিহাস এবং ডিজিটাল ট্রেস বিশ্লেষণ করে NIA নিশ্চিত হয় যে, তিনি ঘটনাটির সঙ্গে কোনওভাবেই যুক্ত নন।
তাদের পরিবারও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দীর্ঘ অনিশ্চয়তার পর প্রিয়জনদের ফিরে পাওয়ায় গ্রামে উৎসবের আবহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

NIA বলেছে, প্রকৃত দোষীদের চিহ্নিত করতে তদন্ত আরও তীব্র করা হয়েছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কিছু সূত্র মিলেছে, যা নিয়ে কাজ করছেন তদন্তকারীরা।

19
2124 views