logo

অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ আগামী ৫ই ডিসেম্বর কলকাতার রাজপথে ব্রিগেড ডাকছে তার জন্য নবান্ন অভিযানের জন্য কলকাতা ব্রিগেড মাঠ উপস্থাপনা এবং অন্যান্য রোড ব

অল বেঙ্গল টাইগার মারার সঙ্গে তো কলকাতা ড্রাইভার মার সঙ্গে আগামী পাঁচই ডিসেম্বর ব্রিগেড রাজপথে নামতে চলেছে অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ দাবি আছে ১৭ টি 17 টি দাবি পূরণ 17 দফা নিয়ে তিনারা নবান্ন অভিযানে যাবেন ড্রাইভারদের আশ্বাস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাননীয় মমতা ব্যানার্জি অল বেঙ্গল ড্রাইভার রাজ্য সভাপতি বনমালী দাস টুডু আরও উপস্থিত থাকছেন সহ-সভাপতি গনেশ বাবু সারা সম্পাদক গোবিন্দ দাস এমার্জেন্সিতে থাকা ভালো প্রতাপ সিং প্রদীপবাবু আরো অনেক অন্যান্য সদস্য ভাই-বন্ধুরা তিনাদের একটাই স্লোগান দলে দলে ধর্মতলা ব্রিগেড চলো ড্রাইভের সম্মান সুরক্ষা ফিরিয়ে পেতে চলো চলো কলকাতা চলো

16
451 views