logo

ডিজিটাল মিডিয়া সাংবাদিক নিখোঁজ খবর

ডিজিটাল মিডিয়ার সাংবাদিক তনুশ্রী দাস গতকাল ১৩ই ডিসেম্বর সকাল ১০:৩০ মিনিট থেকে নিখোঁজ। সুভাষগ্রাম স্টেশন সংলগ্ন বাড়ি থেকে সোনারপুর স্টেশনে যায় কাজের ব্যাপারে, তারপর থেকে আর কোন খবর পাওয়া যায় না। পরনে ছিল চকলেট রঙের চুরিদার এবং প্যান্ট। সেই মুহূর্তে তার কাছে কোন মোবাইল ফোনও ছিল না, তার ব্যাগে বাড়ির নম্বর কাগজে লেখা ছিল। সোনারপুর পুলিশ স্টেশন এবং বালিগঞ্জ জিআরপি তে মিসিং ডাইরি করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। কেউ যদি কোন রকম খবর পান বা দেখতে পান তাহলে সোনারপুর পুলিশ স্টেশনে দয়া করে যেন খবর দেন এবং তনুশ্রীর বাড়ির নম্বরও দিয়ে দিলাম তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।

সোনারপুর পুলিশ স্টেশনের নম্বর-
03324349296

তনুশ্রীর বাড়ির নম্বর-
8910047261
9674347574

5
842 views