logo

ভরতপুরে সুহানা খুনের তদন্তে পুলিশের হয়রানি ও মারধরের অভিযোগ, ক্ষোভে বিক্ষোভ গ্রামবাসীদের

ভরতপুরের সৈয়দকুলুট গ্রামে নাবালিকা খুনের ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনও দুষ্কৃতীদের শনাক্ত করতে পারেনি পুলিশ,এই অভিযোগ তুলে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা। শুক্রবার ভরতপুর থানার সিজগ্রাম পঞ্চায়েতের সামনে শতাধিক পুরুষ ও মহিলা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, খুনি ধরতে না পেরে পুলিশ উল্টে সাধারণ গ্রামবাসীদের হয়রানি করছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয় ৮ বছরের নাবালিকা সোহানা খাতুন। দুই দিন পর, ২৫ নভেম্বর তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় বাড়ির অদূরে একটি মাঠ থেকে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে, স্নিফার ডগ এনে তল্লাশি চালানো হয় এবং গ্রামের বহু মানুষকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি পুলিশকে না জানিয়ে কেউ গ্রাম ছাড়তে পারবে না বলেও জানানো হয়।
গ্রামবাসীদের দাবি, ১২ বছরের বালক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষদের থানায় ডেকে হয়রানি করা হচ্ছে। পুলিশের ভয়ে পরিযায়ী শ্রমিকরাও বাইরে কাজে যেতে পারছেন না, ফলে সংসারে অভাব দেখা দিয়েছে। বিক্ষোভকারীরা পঞ্চায়েত প্রধানের কাছে হস্তক্ষেপের দাবি জানান।
অন্যদিকে, পুলিশের দাবি ,তদন্তের স্বার্থেই জিজ্ঞাসাবাদ চলছে, কাউকে হয়রানি করা হয়নি। পুলিশ জানায়, তারা খুনির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং গ্রামের একাংশ প্রকৃত দোষিদের আড়াল করতেই বিক্ষোভ করছে।
ঘটনায় কে কি বললেন শুনুন I

9
631 views