
পদিমা-২ গ্রাম পঞ্চায়েত এর নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বৈভব চৌধুরী।
*পদিমা-২ গ্রাম পঞ্চায়েত এর নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বৈভব চৌধুরী।*
পূর্ব মেদিনীপুর সহ জেলা সহ রাজ্যের মধ্যে এক অভিনব চমক হতে চলেছে দীঘা এলকার পদীমা ২ অঞ্চলে ।পঞ্চায়েত এর নতুন ভবনের নির্মাণ যা মডেল পঞ্চায়েত গড়ার এক বিশেষ পদক্ষেপ।পদিমা-২ গ্রাম পঞ্চায়েত কাম ট্রেনিং সেন্টার এর বৃহৎ ভবন তৈরি হচ্ছে প্রায় সাড়ে সাত কোটি টাকা খরচ করে।
পদিমা ২ অঞ্চলের বর্তমান অফিসের বিপরীতেই গড়ে উঠছে এই ভবন।
গ্রাউন্ড ফ্লোরে থাকছে ১৮ টি দোকান ঘর যেখানে পঞ্চায়েত এলাকার মানুষদের স্বনির্ভরতা দেওয়ার জন্য এক বিশেষ পদক্ষেপ। অন্যদিকে প্রথম তলায় থাকছে পঞ্চায়েত অফিসের মূল কক্ষ, তার সাথে থাকছে তিনটি হল ঘর, দ্বিতীয় তলে থাকছে একটি বড় মিটিং হল ঘর।যেখানে ৭০০ জন মানুষ একসাথে বসতে পারে। অপর দুটি হল ঘরে থাকবে যথাক্রমে ৩০০ ও ১০০ জনের বসার ব্যবস্থা ।প্রত্যেকটি তলে থাকছে উন্নত মানের টয়লেট ব্যবস্থা।
পদিমা দুই অঞ্চলের প্রধান সুশান্ত পাত্র বলেন এই নতুন ভবন এক বছরের মধ্যেই নির্মাণ শেষ হবে।এই ভবন নির্মাণ হলে এলাকর মানুষদের পরিসেবা দেওয়া আরো সুদূর প্রসারী হবে।
দীঘা আসার পথে এই পঞ্চায়েত ভবন এক আকর্ষণীয় স্থান হয়ে উঠবে।রামনগর ১ ব্লকের বিডিও কুন্তল চ্যাটার্জি বলেন পঞ্চায়েতের ফান্ড বাড়ালেই এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সহায়ক প্রদীপ পন্ডা, পঞ্চায়েতের উপপ্রধান সুজিত কর, পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র,জেলা পরিষদের সদস্য কল্যাণ জানা।