মৃত্যুলোক আলিঙ্গন করে দিবারাত্রি,
তবুও চাইনা মৃত্যু! চাওয়া পাওয়া সুখ;
এ-জীবন মা মাটি ও মানুষের কথা বলে,
এ-কথা সত্য হোক দিবারাত্রির কাব্যে।
প্রতি দিন কাটে রাত্রি আসে,ব্যর্থতা আর
বঞ্চনার বারোমাস্যা সমস্ত শরীরে ও মনে,
রাত্রি যত গাঢ় হয় গভীর শূন্যতা ঘিরে ধরে;
রাতজাগা চোখ খোঁজে মায়াবী চাঁদের আলো।
সব আলো নিভে যাওয়ার আগে আরো একবার
দখিনা বাতাস এসে কানে কানে বলে ভালোবাসি,
রাতচরা পাখি নির্জনে এসে বলে যায় ভালোবাসি,
গাছ ভরা লতাপাতা ফুল মৃদুস্বরে বলে ভালোবাসি।
বঞ্চনার পাহাড় এসে জমা হয় মাথায়,অস্থির যন্ত্রণা
দাপাদাপি করে,মৃত্যু সহাস্যে অথবা নিষ্ঠুর পরিহাসে
আলিঙ্গন করে,তবুও চাইনা মৃত্যু,জীবনের সূর্য ঢলে
পড়ে মধ্য গগন থেকে,সৃজনে ঈষৎ লাজুক স্মৃতিপথ।
এ জীবন তবুও মা মাটি মানুষের কথা বলে,বেঁচে
থাকার আকাঙ্ক্ষা বাড়ে,প্রেম,পরিণয়,জাগতিক এ
চাওয়া পাওয়া হার মানে,চরাচরে উদ্দীপ্ত আহত হৃদয়
নিঃসৃত গান,মা,মাটি মানুষের কথা দিবারাত্রির কাব্যে।